বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা ও আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি এসএ রশীদ ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ সমরেশ রায় সংবাদপত্রে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ দাবী জানান।

একইসাথে তারা সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বুলু ছিলেন তার পেশার প্রতি ন্যায়নিষ্ঠ এবং প্রগতিশীল উদারমনষ্ক মানুষ। নব্বই দশকে স্বৈরাচার বিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে একজন ছাত্রনেতা হিসেবে তার উজ্জ্বল ভূমিকা ছিলো। পরবর্তীতেও সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামেও তিনি পেশাগত অবস্থান থেকে অগ্রসর ভূমিকা পালন করতেন। নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নানা ফোরামের সাথেও তিনি যুক্ত ছিলেন। তার মৃত্যু এক অপূরনীয় ক্ষতি।
বিবৃতিতে আরও বলা হয় সাংবাদিক বুলুর মর্মান্তিক এই মৃত্যু একই সঙ্গে রহস্যজনক। তাই পূর্ণ সত্য উদঘাটনের লক্ষ্যে তদন্তের দাবী জানান নেতৃবৃন্দ।
আজ বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাম জোটের আহ্বায়ক ও বাসদ সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য শামীম ইমাম ও খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা জেলা সভাপতি এসএ রশীদ সহ বামজোটের জেলা নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ