Headlines

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নৌকার মাঝি এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

Sathkhira

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১০৫, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে নৌকার মাঝি হয়েছেন মহাজোটের ১৪ দলের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন সংক্রান্ত চিঠি তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

উল্লেখ্য, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) দু’টি উপজেলার ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সাতক্ষীরা-১ আসনটি জাতীয় সংসদের ১০৫ তম আসন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৮১৮জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৭৩ জন।