সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

সাবেক সচিব

বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন থেকে ক্ষুদ্রঋণের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৫ জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক সচিব
সাবেক সচিব মিহির কান্তি মজুমদার।

সোমবার (২৮ এপ্রিল) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, উদ্দীপন থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও অন্যরা ভুয়া ঋণ প্রকল্প দেখিয়ে ২০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। দুদকের তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

আসামিদের বিরুদ্ধে, দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের করা ছয় মামলায় উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলম আহাদ ও সদস্য ভবতোষ নাথকে আসামি করা হয়েছে।

পাঁচটি মামলায় আসামি করা হয়েছে, উদ্দীপন পরিচালনা পর্ষদের সদস্য মো. মাহবুবুর রহমান, নাহিদ সুলতান ও নজরুল ইসলামকে। চারটি মামলায় আসামি করা হয়েছে উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্য শওকত হোসের, ডা. আবু জামিল ফয়সাল ও রেহানা বেগমকে।

এছাড়া উদ্দীপন পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু ও খাজা শামসুল হুদা, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও সদস্য রেজা সেলিম, নাহিদ মো. তৌহিদকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানা যায়, আসামিদের বিরুদ্ধে দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরে প্রকল্পের নামে লুটপাট করার প্রমাণ পেয়েছে দুদক। মিহির কান্তি মজুমদার সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ অনুসন্ধান করছে দুদক।


সংবাসূত্রঃ জাগো নিউজ

প্রসঙ্গত, পিরোজপুর জেলার সদর উপজেলার জুসখোলা গ্রামের শ্রীকান্ত মজুমদারের ছেলে মিহির কান্তি মজুমদার। তিনি ১৯৮১ সালে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি পান। ১৯৮৬ সালের নভেম্বর মাসে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।

২০০৯ সাল তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, ২০১০-১১ পর্যন্ত বন ও পরিবেশ এবং সর্বশেষ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরের পর ২০১৭ সালের ২৯ নভেম্বর মিহির কান্তি মজুমদারকে একটি বাড়ি একটি খামার (বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক) প্রকল্পে তিন বছরের জন্য চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়। মেয়াদ শেষে তিনি ‘উদ্দীপন: ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং ২০২০ সালের আগস্ট মাসে তিন বছরের জন্য তিনি সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সম্পর্কিত সংবাদ

১. মায়িশার পাশে দাড়ালেন উদ্দীপন চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার

২. পিরোজপুরের মিহির কান্তি বরগুনায় নৌকার মনোনয়ন চেয়ে আলোচনায়

৩. গবাদিপ্রাণি বিনিময় ব্যাংক

৪. জাবেদ পাটোয়ারী ও মিহির কান্তি মজুমদারের পাসপোর্ট বাতিল

৪. প্রশংসা কুড়িয়েছে ড. মিহির কান্তি মজুমদারের বই বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা

৫. পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি

৬. প্রধানমন্ত্রীকে কটূক্তি: মাগুরায় পল্লী সঞ্চয় ব্যাংক চেয়ারম্যানের জামিন

৭. সাবেক সচিবের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

৮. সাবেক সচিব মিহিরের তুঘলকি কাণ্ড