প্রতারণা করে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার শহরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান চালানো হয় বলে র্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান।
আটককৃতরা হলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান, পরিচালক সুভাস কুমার সাহা, মাহাবুবুল হক, ল্যাবের টেকনিশান জেমস তরুণ সরকার, তার সহযোগী বাহারুল ইসলাম ও হাসপাতালের ডেল্টা ফার্মেসির মালিক নাসির উদ্দিন।
সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নাসির উদ্দিনকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফিরোজ আহম্মেদ বলেন, রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ পেয়ে হাসপাতালে অভিযান চালায় র্যাব। “এ সময় ব্লাড ইনফিউশন সেন্টারের অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ ব্লাড উদ্ধার এবং চিকিৎসকদের রেফারেন্স ছাড়া আইসিইউতে ভর্তি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।”
পরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা ও তাকেসহ ছয়জনকে আটক করা হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক র্যাব-১ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপরও যদি তারা সতর্ক না হয় তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ: বিডিনিউজটুএন্টিফোর