Headlines

গার্মেন্টস শ্রমিকদের জন্য বাসস্থান, রেশনিং ব্যবস্থা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের দাবি

Garment Factory

আসন্ন বাজেটে বরাদ্দের মাধ্যমে কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র গার্মেন্টস শ্রমিকদের দিতে হবে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। ২৩ মে, মঙ্গলবার সকাল ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে ‘গার্মেন্টস শ্রমিকদের বাসস্থান, রেশনিং ও স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক শ্রমিক নেতা কাজী রুহুল আমিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন।

বক্তারা বলেন, আসন্ন বাজেটে বরাদ্দের মাধ্যমে কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র গার্মেন্টস শ্রমিকদের দিতে হবে। বক্তারা সকল শ্রমিকের স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ, প্রতিটি কারখানায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং শ্রমিক ও তার পরিবারের বিনামূল্যে চিকিৎসার জন্য শিল্প ভিত্তিক হাসপাতাল নির্মাণ ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য বাজেটে বরাদ্দের দাবি জানান।

গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন বর্ষীয়ান শ্রমিক নেতা মনজুরুল আহসান খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ এম.এম. আকাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।