অজান্তে // শাহিদা সুলতানা

follow-upnews
0 0

 

 

কিছু কষ্ট, কিছু অপমান

আমরা ইচ্ছা করেই ডেকে আনি,

কিছু না ভেবেই।

আমাদের নিস্তরঙ্গ জীবনে

কিছু নিঃশব্দ ঢেউ

আমাদেরই লোভের প্রশ্রয়ে

ডাল পালা মেলে

ধীরে ধীরে মিশে যায়

রক্তবাহী নালিকায়।

তারপর ভাটার টানে

জল ফিরে গেলে

পড়ে থাকে উচ্ছিষ্ট পলি

এটে যায় রক্তনালীর দেয়ালে,

আর আমাদের হৃদয় রক্তাক্তের অস্ত্র

অবলীলায় চলে যায় অন্যের হাতে।

এখন এই অখণ্ড অবসরে

বরং ঘষে ঘষে তুলে ফেলি

আয়নার পারদের স্তর।

নিয়ত নিরাময় কেন্দ্রের

বিছানায় শুয়ে

আয়নায় চেনা মানুষের

শবযাত্রা না দেখে, দেখব-

শহরের আধচেনা মানুষের

অচেনা জীবন্ত দিনরাত।


শাহিদা সুলতানা  

শাহিদা সুলতানা

কবি

ডেপুটি সেক্রেটারি

Innovation Specialist, Access to Information(a2i) Project PMO at Bangladesh civil service

Next Post

পাখিটা অন্ধকারে হারিয়ে গেছে

            পাখি উড়ে গেছে খাঁচার সাথে, একলা আকাশ বাঁধতে পারেনি তাকে। পাখি তো উড়তে শেখেনি, তাই খাঁচাটি উড়ে গেছে নিজ গাঁয়ে, দোষ কি তার তাতে? চেনা দুঃখ চেনা সুখ ভুলবে সে কীসের মোহে? পাখিটার তো আকাশ ছিল– পারবে কি সে ভুলে গিয়ে থাকতে ঐ গাঁয়ে? […]
Bird, cage and sky