পৃথিবীর কাছে অনেক প্রশ্ন আছে বাকী,
উত্তরগুলো সব ওরা দিচ্ছে ফাঁকি।
এ প্রশ্ন আর বাক্য ব্যয়ে হবে না,
বুলেট ছাড়া ওরা ভালোবাসবে না,
সব তা বাক্য ব্যয়ে হবে না।
বুলেট ছুড়ে প্রশ্ন করার দিন,
কেনো তুমি বাজাও শুধু বীন?
পদে পদে বসে আছে শ্বাপদেরা,
পথে পথে আপদেরা,
ওদের কাছে প্রশ্ন করা শুধু বাক্য ব্যয়ে হবে না,
বুলেট ছাড়া ওরা ভালোবাসবে না।