Headlines

এক থেকে দশ ।। সৈয়দ ওবায়েদ উল্লাহ

 

 

ওই দ্যাখ পাখি এক
দুই প্রজাপতি
তিন কাক উড়ে যায়
অতি ধীর গতি।

চার হাঁস পুঁটি মাছ
ঠোঁটে তুলে খায়
পাঁচ বক দলবেঁধে
দূরে উড়ে যায়।

ছয় টিয়া খায় ধান
সাত ঘুড়ি উড়ে
আট নয় দশ গরু
চরে মাঠ জুড়ে।

সৈয়দ ওবায়েদ উল্লাহ