ওরা নিষ্ঠুর-নির্দয়, ওদের আমি চিনি

বুয়েট

এরা নিষ্ঠুর-নির্দয়-দুবৃত্ত,

এরা আক্রমণ করে,

এরা হত্যা করে,

এরা রোদপোহানো কুকুর ছানাটাকেও

হাতে তুলে আছাড় দেয়।

বর্বরতাই ওদের খেলা,

ওদের আনন্দ।

ওদের আমি চিনি।