Headlines

কখন কে যে হারায় ।। দিব্যেন্দু দ্বীপ

হাল এক সময় ছাড়তেই হয়,

ফাঁসির দড়িতে যেভাবে

পা ছেড়ে দেয় অপরাধী।

হাল এক সময় ছাড়তেই হয়,

যেভাবে হাবুডুবু খেতে খেতে

মা সন্তানের হাত ছেড়ে দেয়।

হাল এক সময় ছাড়তেই হয়,

যেভাবে মগডালের চিল

গড়িয়ে পড়ে হঠাৎ ঝড়ে।

হাল এক সময় ছাড়তেই হয়,

যেভাবে বাঁবুই পাখিরা

হাল ছেড়েছে এই বাংলায়।

হারায়! কখন কে যে হারায়!


 

দিব্যেন্দু দ্বীপ একজন বাংলাদেশী সাহিত্যিক এবং সাংবাদিক। তবে পরিচিত মহলে তিনি কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। লেখক হিসেবে দিব্যেন্দু দ্বীপ বলেন, আমি শিল্পের স্বার্থে সাহিত্য চর্চা করি না। আমি লেখালেখি করি প্রাণ এবং প্রকৃতির মঙ্গলের জন্য। ব্যক্তি আমি গৌন, প্রাণের সামষ্টিক সত্তাতেই আমার প্রণতি।