Headlines

কবিতাঃ ইফতার

একাকীত্ব

প্রিয়তমা,

হালটা ঠিক ছাড়ি না কেন জানো?

কোথায় গিয়ে দাঁড়াব জানি না বলে।

লাঙ্গল হাতে জোঁয়াল কাঁধে তবু মাঠে আছি,

শীর্ণ হাতে এখনও কিছু তো ফসল ফলাই!

প্রিয়তমা,

তুমি পাশে থাকলে ঠিকই বলতাম,

আর যে পারি না!

ভালোবাসতে চাই না, ভালোবাসা পেতেও চাই না।

একটু আশ্রয়, কিছুটা প্রশ্রয়

নিভৃতে, তোমার সহ্যের সীমানায়

সামান্য স্বগোতক্তি, এর বেশি কিছু নয়।

যদি আরও কিছু সময় গড়ায় এভাবে নিরালায়,

হতে পারে তোমার আমার সাথে থাকা সুখাদ্য বিনিময়।

আমি জানি তুমি উপাবাসী; আমিও রোজাদার—

হোক না তোমার আমার আজ একসাথে ইফতার।