কতটুকু পড়েছেন আপনি? ফলোআপনিউজ নিজেকে যাচােই করার জন্য নিচের সংক্ষিপ্ত এই তালিকাটি তৈরি করেছে। নিচের এই দশটি বইয়ের মধ্যে আপনার যদি অন্তত দুটি পড়া না থাকে, তাহলে বুঝতে হবে যে, আপনার পড়াশুনার জগৎটা ভয়ঙ্করভাবে খুব ছোট। চারটি বই পড়া থাকলে ভালো, ছয়টি বা সাতটি বই পড়া থাকার অর্থ আপনি দীর্ঘদিন ধরে নিয়মিত পড়েন, আর নয়টি বা দশটি বইই পড়েছেন মানে আপনি একটা বইয়ের পোকা।
অবসরে পড়তে পারনে–
♣ সিদ্ধার্থ : হেরমান হেস
♣ পথের পাঁচালী : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
♣ পুতুল নাচের ইতিকথা : মানিক বন্দ্যোপাধ্যায়
♣ ক্রীতদাসের হাসি : শওকত ওসমান
♣ কপালকুণ্ডলা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
♣ ফ্রাঙ্কেনস্টাইন : মেরি শেলি
♣ গোরা : রবীন্দ্রনাথ ঠাকুর
♣ হ্যামলেট : উইলিয়াম শেক্সপিয়র
♣ সাহেব বিবি গোলাম : বিমল মিত্র
♣ মহাভারত : ব্যাসদেব (প্রচলিত তথ্য মতে)
সংগৃহীত