Headlines

জেনিফার আন্টির বাঘেরা // আদ্রিয়ান রিচ

Adrienne Rich

আন্টি জেনিফারের বাঘেরা

একটি পর্দা জুড়ে সগর্বে হাঁটাহাঁটি করছে,

মণিরত্নের ঝিলিক ছড়িয়ে সবুজ পৃথিবীর অধিবাসী তারা।

গাছের তলায় আসীন পুরুষদের তারা ভয় পায় না;

অসীম শক্তির নিদর্শণ রেখে মসৃণ গতিতে তারা হেঁটে যায়।

আন্টি জেনিফারের আঙুল

পশমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে

এমনকি হাতির দাঁতের সুইটিও টানতে তার কষ্ট হচ্ছে।

চাচার বাগদানের আংটির বিশাল ওজন

আন্টি জেনিফারের হাতের উপর

জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

অ্যাড্রিয়েন সিসিল রিচ (১৯২৯ - ২০১২) একজন আমেরিকান কবি, প্রাবান্ধিক ও নারীবাদী। বিংশ শতাব্দির শেষার্ধে পঠিত হয়েছে একমন কবি ও লেখকদের মধ্যে তিনি অন্যতম। 

Aunt Jennifer’s Tigers – Adrienne Rich

Aunt Jennifer’s tigers prance across a screen,
Bright topaz denizens of a world of green.
They do not fear the men beneath the tree;
They pace in sleek chivalric certainty.

Aunt Jennifer’s finger fluttering through her wool
Find even the ivory needle hard to pull.
The massive weight of Uncle’s wedding band
Sits heavily upon Aunt Jennifer’s hand.


অনুবাদ: দিব্যেন্দু দ্বীপ