নারী, কী এমন হয়?
কবির কাব্য কথায়
হয় কি তোমার কোনো ক্ষয়?
এত স্বর্গ তোমার
লুকিয়ে রেখেছো সযতনে,
কেউ কি নাই পৃথিবীতে
যে তোমাকে চাইতে পারে
অপার্থিব সে ঐকতানে?
তোমায় দেখে দেখে
অবিরত নেশার ঘোর আমার,
মরূভূমিতে এবার উপচে পড়ুক
বিন্দুতে প্রস্ফুটিত মহাসিন্ধু তোমার।