নিজের ছায়ার ভেতর প্রিয় ছায়া খুঁজি
প্রহরগুলো আজকাল বড় বেশি শূন্য;
শূন্যতায় ভেজানো নিস্তব্ধ প্রহর গুণে গুণে
সবটুকুই যত্ন করে তোমার জন্য তুলে রাখি !
চুঁড়ি ভাঙার শব্দ,
খালি বর্তনের টুং-টাং শব্দ
পিপাসিত গ্লাসে জল ঢালার শব্দ
বাতায়ন পাশে বাতাসের হেঁটে যাওয়ার শব্দ
অদ্ভুত কলোলিত হৃদপিণ্ডের স্পন্দন!
শুকনো পাতার মত বেজে উঠা দীর্ঘশ্বাস,
ফেরিওয়ালার হাঁক
বারান্দার কার্ণিশে চড়ুই পাখিদের কোলাহল
শিশুদের জীবনের দিকে দৌড়ে যাওয়ার শব্দ ।
“কিংবা”
কর্ণকুহরে অদ্ভুত বিন্যাসে
ব্যথা কিংবা প্রেমের ভাষায় বয়ান করা
ঝর-ঝর অঝর ধারায় ঝরে পড়া বৃষ্টির সুর
সবটুকুই যত্ন করে তোমার জন্য তুলে রাখি।