Headlines

প্রিয়তম, ভিখিরি করো না শুধু আমায়


প্রিয়তম,
তোমাকে না পেলে আমি শোধ নেব।
কীভাবে? বলে দাও তুমি।

প্রিয়তম,
কেন ফিরিয়ে দিলে?
তুমিই কি আমায় এমন করোনি?

প্রিয়তম,
দুঃখ পাই না যদি তুমি
সুখের নাগাল পাও।
আমি যে নিঃস্ব হই।

প্রিয়তম,
কথা দিয়েছিলে নীরবে,
ভুলে গিয়েছ?

প্রিয়তম,
আমার যে কিছু নেই!
এভাবে কি ভালবাসা হয়?
তুমি কি সত্যি পাও কিছু?
ভালবেসে বলছি, চলে যাও।
আমাকে ভিখিরি করো না শুধু।