প্রেমিক হয়ে পাহাড় চূড়ায় অপেক্ষারত কবি সোহরাব রুস্তম

mountain hill

প্রে‌মিক হব

আমি খর‌স্রোতা নদী হব,
দুঃখ-কষ্ট যত ভা‌সি‌য়ে দিও আমার জ‌লে।
আমি উর্বর মা‌টি হব,
কলঙ্ক-গ্লানি যত চাপা দিও আমার ত‌লে।

আমি দূর পাহাড় হব,
হাক ছা‌ড়লে শুন‌তে পা‌বে প্রতিধ্বনি আপন কা‌নে ।
আমি দেয়াল আয়না হব,
খুঁ‌জে পা‌বে তোমায় তু‌মি তা‌কি‌য়ে আমার পা‌নে ।

আমি দ‌ক্ষিণা সমীরণ হব,
প্রাতঃস্না‌নের ভেজা চুল ছা‌ড়ি‌য়ে দিও আমার বা‌য়ে।

আমি ভো‌রের শি‌শির হব,

বিহান বেলা স্পর্শ নিও নগ্ন পা‌য়ে।

আমি প্রে‌মিক হব,
নদী, মা‌টি, পাহাড়, সব পা‌বে আমার বু‌কে।
আমি প্রে‌মিক হব,
আগ‌লে রাখব ‌অনন্তকাল সু‌খে-দুঃ‌খে।



মোঃ সোহরাব হোসেন পরিচিত কবি সোহরাব রুস্তম নামে। কবির জন্ম ১২ ডিসেম্বর ১৯৮৮,  জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পুরান গোপীনাথপুর গ্রামে । পিতা, মোঃ রফিকুল আলম, মাতা, সাফিয়া বেগম। সোহরাব রুস্তম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  বিএসএস (সম্মান) এবং এমএসএস করেছেন। কবি ছাত্র জীবন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ব্লগে লেখালেখি করেন। ব্যঙ্গ কবিতা ও গল্প লিখে থাকেন, তবে প্রেমের কবিতায় স্বাচ্ছন্দ বেশি। খুব শীঘ্রই তাঁর প্রথম কাব্যগ্রন্থ “প্রেমাঞ্জলি” প্রকাশিত হতে যাচ্ছে।

ছবি, সোহরাব রুস্তম
সোহরাব রুস্তম