প্রেম

প্রেম

# প্রেমে পড়োনি কখনো?

* আগে ভাবতাম জীবনে অসংখ্যবার প্রেমে পড়েছি তবে সদ্য সত্যই প্রেমে পড়ার পর বুঝেছি আমি এই প্রথম প্রেমে পড়েছি।

# বলেছ তাকে?

* বলেছি।

# কী বলেছে?

* আমি বলার কিছুদিন পরে সে বিয়ে করেছে।

# তাহলে কেমন হল?

* ঠিকই তো হল। সে বিয়ে করবে না?

# তুমি যে প্রেমে পড়লে?

* তার সাথে বিয়ের সম্পর্ক কী?

# দেখা হয় তার সাথে?

* বড় জোর ছয় মাসে একবার।

# কথা হয়?

* সর্বোচ্চ মাসে একবার।

# তাহলে সম্পর্কটা কেমন?

* সম্পর্কটা এতটাই গভীরে যে আমি মাঝে মাঝে খুঁজি পাই না কিছু। তবে পেলে সবটুকু পাই।

# সে কী পায়?

* সেও একই পরিমাণ পায়।

# এটা কি পরকীয়?

* না, এটা প্রেম। আমারও প্রথম, তারও প্রথম।

# তোমাদের প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল?

* কথপোকথন দ্বারা।

# প্রেম পূর্ণতা পেল কীভাবে?

* মুক্তির মধ্য দিয়ে।

# কীভাবে বুঝলে যে পরস্পরের প্রেমে তোমাদের মুক্তি হয়েছে?

* আমাদের একে অপরের প্রতি কোনো অভিযোগ নেই, পেতে চাই না প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও। এই যে ত্যাগ, এটাই আমাদেরকে মুক্তি দিয়েছে। ভালোবাসি খুব বেশি, কিন্তু পাই সামান্য, দিতে পারি সব, নিতেও পারি, কিন্তু যেন কেউ নেই আমরা কোথাও। আবার যখন মিলি তখন আমরাই যেন মহাবিশ্বে একমাত্র।

# তোমাদের ভালোবাসা জানে কেউ?

* না, জানবে কেন? এ এমনই এক ফুল যা লোকে দেখলেই নুইয়ে পড়ে। আড়াল করতে হয় সবসময়। এটাই শর্ত, কেউ যেন না জানে।

# সে কি শর্ত মেনে নিয়েছে?

* মানতে হবে কেন? এ শর্ত তো আপনা থেকেই দিতে হয়। নইলে যে এমন প্রেম হয় না।

# অনুভূতিটা একটু বলবে কি?

* এটা বলা কঠিন, আমিও তো জানতাম না আগে যে প্রেমের এমন অনুভূতি আছে।

# তোমরা কতটুকু মিলেছ?

* দেবতার চেয়েও বেশি।

# পারবে শেষ পর্যন্ত দূরে থাকতে?

* মরে যাব না একদিন? কতদিন আর দূরে থাকা?

চিহ্ন