বচনামৃত ।। দিব্যেন্দু দ্বীপ

বচনামৃত

১. প্রিয়তম, মানবিক না হলে তুমি বেশ্যা হও কোন সাহসে?

২. ভালোবাসার গুণেই তো রাধা বেশ্যা হয়েও ভগবান।

৩. সংখ্যাধিক্যে নয়, দুর্বৃত্তের বীর্যে তোমার নেশা বলে তোমাকে আমি গণিকা বলি।

৪. যেদিন জানলাম তুমিও নিয়ম মাফিক ধার্মিক হয়েছ সেদিন থেকেই তোমাকে ত্যাগ করেছি আমি।

৫. মানুষের জন্য, প্রাণের জন্য, প্রকৃতির জন্যে বিলিয়া দেওয়া চলে সবকিছু, এবং শুধু বিনোদনের জন্যে?