অগণন ভিড়ে
কখনো কখনো মানুষ
নীরব হয়ে যায়
গণপিটুনিতে মৃত্যুর মতো।
আমিও মরেছি তোড়ে
ভরাবাদরে
তোমার
অববাহিকায়
ঢেউ ভাঙছে যতো।
কারা আসছে তেড়ে
দেশের কথা বলে?
বুঝতে পারছো সারাহ?
আসলে ওরা ঘাতক,
ঘৃণ্য ওরা নিয়েছে
রাজ কোষাগার কেড়ে।
চলো পালাই,
এর পরে না হয়
প্রত্যাখ্যান করো আমায়,
আমরা একসঙ্গে
প্রিয় পতাকাকে
সন্তান হারানো মায়ের
মতো বলে যাই বিদায়।
এর পরে না হয় তুমি
প্রত্যাখান করো আমায়,
এখন বলো বিদায়!