বেখায়ালে বাজে প্রাণে
মন ক্যামনের সুর
যায় ছুঁয়ে যায় চোখের প’রে
বিরহী রোদ্দুর।
আকাশ যখন আঁকতে বসে
নতুন দিনের গান
বাতাস এসে দেয় ছড়িয়ে
বিষণ্ণতার ঘ্রাণ ।
এমনি আসা এমনি যাওয়া
চোখের কোণের জল
কি আসে যায় পৃথিবী জুড়ে
হাজার কোলাহল ।
খেয়ালী মন চুপটি বসে
আঁকে বিষাদ রঙ
পৃথিবী সাজুক স্বার্থের
তরে নতুন কোন সঙ।