বোধ // সুশান্ত সরকার

বোধ

বোধ


তুমি যতই হও বলিয়ান,
হিংসা বিদ্বেষে ভর করে
সফলতা তোমার আসবে না
তাতে
কলুষিত অন্তরে।
শিক্ষার বড়াই করছো তুমি,
তুচ্ছ করেছো অন্যকে!
অনেক কিছুই শেখার বাকি
তোমার,
মান্য করো না ধন্যকে!
নিজেকে একটু ধরলে মেলে
দেখতে পাবে ভিন্নতা,
বিশ্বজগত জ্ঞানের আলোয়
পূর্ণতা পায় ছিন্নতা।
খালি কলসি বাজে বেশি।
প্রবাদ কথায় শুনেছি—
আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান,
মনে সে বীজ বুনেছি।
ঈশ্বরের বিধান না মানলে
বিফল তোমার সব অর্জন,
থাকতে সময় হুশ ফিরে পাও
ইন্দ্রিয়বিলাস করে বর্জন।
বৃথাই জীবন করছো ধারণ
জাগতিক সম্পদের পর,
এই সম্পদই টানবে তোমায়
অশান্তিতে জীবনভর।
অনাসক্ত কর্তব্যকর্মে
রাখলে সদা ব্যস্ত নিজেকে,
তবেই তুমি মুক্তি পাবে,

শান্তি পাবে অন্তরে।


কবিঃ পুলিশ সুপার।

কবি সুশান্ত সরকার বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পুলিশ সুপার হিসেবে কর্মরত। তিনি পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। শৈশব এবং কৈশর কেটেছে ঠাকুরগাঁও-এ টাঙ্গন নদীর তীরে পৈতৃক নিবাসে। এসএসসি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি ঢাকা কলেজ থেকে। ছোট বেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির সাথে যোগ রেখেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করার পাশাপাশি সুশান্ত সরকার বর্তমানে কাব্যচর্চায় মনোনিবেশ করেছেন। ভ্রমণপ্রিয় এ মানুষটি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। ছিন্নমূল এবং তৃণমূলের মানুষের প্রতি তার রয়েছে বিশেষ ভালোবাসা এবং দায়বদ্ধতা।