মানুষের জন্য একটি গল্প লিখছি আমি

মানুষ সব পারে

এই যে আমি—

আজকে পঞ্চাশটা টাকা নিলাম আমি,

এটা আমি নয়, তুমি।

তোমাকে লিখছি আমি।

এই যে দেখো

তোমাকে ভয় দেখালাম আমি,

ভালো কথা বলে বলে,

অবশেষে একটু করে বিষ মিশিয়ে,

এটা আমি নয়, তুমি।

এই যে তোমাকে মেনে নিলাম,

ঘরে বসে আছো,

মিথ্যা বলছো, প্রতারণা করছো,

করতে দিলাম,

কারণ, এটা আমি নয়, তুমি।

সাদা জামা কালো প্যান্ট—

হরিজন পল্লীতে বই বিলোলাম,

ভালোবাসলাম, চলে আসলাম।

আমি? না,

এটা আমি নয়, তুমি।


চলবে

দিব্যেন্দু দ্বীপ