আমি ১৪২২ বলছি(সংক্ষেপিত)
——————————————
২৩কে পেয়ে ভুলে যেও না আমায়
মনে রেখ- আমিও ছিলাম।
টাইম মেশিনে চড়ে-
আবারও আসিতে পারি ফিরে
তোমাদের কাছে-এ বাংলায়।
আবারও হয়তো হবে দেখা
কোন এক নদীতীরে ঝিকিমিকি বালুচরে
কিংবা সমূদ্র সৈকতের মিষ্টি হাওয়ায়
কিংবা কোন এক মেঠো পথের-
প্রান্ত সীমানায়- দূর অজানায়।
নাহয় কোন এক সন্ধ্যায়- ঘনঘোর বরিষায়
কিংবা রূপালী আগুন ঝরা জোছনায়।
নাহয় ভোরের শিশিরে মিষ্টি রোদের একটু ছোঁয়ায়
অথবা রাতের আকাশে মিটিমিটি তারার মেলায়।
তখন হয়তো চিনবে না আমায়
মিষ্টি রঙে রাঙানো নতুনের মায়াবী ছোঁয়ায়।
যাবে এড়িয়ে হয়তো অবহেলায়।
তবুও বলি- বন্ধু ওগো-
ভুলে যেও না আমায়
সুখে-দুঃখে আমিও যে ছিলাম
আমিও যে ভালোবাসায় সিক্ত করেছিলাম।
মনে রেখ- আমার অগ্রযাত্রার পথ ধরে
নতুনও যে হবে অগ্রগামী।
দূর আকাশে বসে আমি হয়তো দেখবো তখন
তোমাদের এগিয়ে চলার যত স্বপ্ন পূরণ।
শুভ হোক – তোমাদের অগ্রপথযাত্রা- এ কামনায়
বিদায়- বন্ধু- বিদায়।।।
# মোতাহার হোসাইন
কবি, প্রকৌশলী, অধ্যক্ষ: মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট।