Headlines

যখন সত্যি কেউ ডাক দেবে // শাহিদা সুলতানা

এভাবেই থাকবো দাঁড়িয়ে
আরও কিছুকাল
তারপর নিশ্চিত একদিন
ডাক দেবে কেউ
নিয়ে যাবে সাথে করে
অচেনা সাগর কিনারা ধরে।

বড় মাছুয়ার নীল নদী আর
সবুজ ডাংগার দোলাচল ভুলে,
সেই দিন ঠিক চলে যাব
তার হাত ধরে,
চুরি করে দুপুরের ডাহুকের গান
শোনার আশায়
মিশে যাবো ঘাসের শিকড়ে।


শাহিদা সুলতানা

শাহিদা সুলতানা