Headlines

লোকগল্প: তিনটি সুযোগ

the woodcutter and the three wishes

সুযোগের অপচয়


একজন কাঠুরে তাঁর স্ত্রীর সাথে একটি গ্রামে বাস করত।


একদিন তাঁর স্ত্রীকে তাকে আরো কিছু মোটা গাছ কাটতে বলে যাতে সে আরো বেশি কাঠ পেতে পারে।


মোটা গাছ কাটতে কাঠুরে বনে রওনা দিল।


গাছের গোড়ায় কুড়াল তুলে কোপ দিতে যাওয়ার সাথে সাথে সে একটি কণ্ঠস্বর শুনতে পেল।


হঠাৎ এক পরী এসে তাকে বলল, “তুমি যদি এই গাছটি না কাটো তাহলে আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব।” কাঠুরে রাজি হল।


নাচতে নাচতে কাঠুরে বাড়ি ফিরে গেল।


সে আনন্দে চিৎকার করতে শুরু করল। “প্রিয় স্ত্রী, দ্রুতই আমি একজন ধনী ব্যক্তি হয়ে যাব। একজন পরী আমার তিনটি ইচ্ছে পূরণের কথা বলেছে।”


তার স্ত্রী বলল, “তাড়াহুড়া করো না। সকাল পর্যন্ত অপেক্ষা করো তার আগে আমরা একটি ইচ্ছের কথা ভাবি।” “এখন আমি খুব ক্ষুধার্ত। আমার জন্য রাতের আহারের ব্যবস্থা করো” কাঠুরে বলল।


“খাবার এক ঘণ্টার মধ্যে তৈরি হবে” স্ত্রী জবাব দিল। “আমি ভাবছি এখন যদি আমি কিছু পুডিং খেতে পারতাম” কাঠুরে বলল। দ্রুতই কিছু পুডিং টেবিলে চলে আসল।

১০
তাঁর স্ত্রী রেগে গিয়ে বলল, “তুমি একটা বোকা, একটি সুযোগ নষ্ট করে ফেললে।” কাঠুরে খুব অপমানিত বোধ করল। সে বলল, “এই পুডিংগুলো যদি তোমার নাকে লেপ্টে যেত।” দ্রুতই পুডিংগুলো তাঁর নাকে গিয়ে লেপ্টে গেল।

১১
তাঁর স্ত্রী বলল, “দেখ বোকার হদ্দ! তুমি কী করেছে। এখন ছাড়াও এটা।”কাঠুরে

১২
কাঠুরে সাধ্যমত চেষ্টা করল পুডিং সরিতে নিতে, কিন্তু পারল না।”

১৩
কাঠুরে বলল, “এখন শুধু একটা উপায়ই আছে। আমি চাইতে পারি পুডিং আবার প্লেটে ফিরে আসুক।”

১৪
পুডিং প্লেটে এসে পড়ল।

১৫
কাঠুরে এবং তাঁর স্ত্রী সুযোগগুলো হারিয়ে খুবই দুঃখিত হলো।