শব্দছবি // অচিরা বিশ্বাস

শব্দছবি

সারারাত বুকের বাঁ পাশে 

এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে 

এখনও পৃথিবীতে যে কবি

এঁকে যায় প্রাণবন্ত শব্দের ছবি

সে ছবিতে শুধু তুমিই মূর্তমান–

তুমি আছো বলে পৃথিবীতে

এখনও রয়েছে কিছু সুর

প্রাণ খুলে গাওয়ার মতো গান।

 

যে চোখ মুগ্ধতা খোঁজে

সে চোখের তুমিই আশ্রয়।

তোমার প্রেমের কাছে

এখনও নতজানু তৃষ্ণার্ত 

              আমার হৃদয়।


অচির বিশ্বাস   অচিরা বিশ্বাস