প্রিয়তম,
তোমাকে ভালোবাসলে কি
জঙ্গিরা মানুষ হয়ে যেত?
তোমাকে ভালোবাসলে কি
এদেশের জনগণ সত্য-সুন্দর দেখতে পেত?
শুধু তোমাকে ভালোবাসলে কি
এই বাঙলায় আবার ফুল ফুটত?
প্রিয়তম,
তোমাকে ভালোবাসলে শুধু
একটি ভালোবাসা হয়,
এর চেয়ে বেশি কিছু কি হয়?
প্রকৃত ভালোবাসা সত্য কি হয় সবসময়?
মানব থেকে দানব বানায় দু’জন মানুষকে
সমষ্টি হতে বিচ্ছিন্ন করে স্বার্থপরতায়।
প্রিয়তম,
তোমাকে ভালোবাসলে কি
বুড়িগঙ্গা দুষণমুক্ত হত?
শুধু তোমাকেই জীবন দিয়ে ভালোবাসতে রাজি
যদি তাতে পৃথিবীর একটি ছোট্ট সমস্যারও সমাধান হয়।
নইলে তোমাকে নয়, তুমি আমাকে নয়,
প্রিয়তম,
আসো, তুমি আমি একসাথে ভালোবাসি সবাইকে।