ঘুমায় বাংলাদেশ–
আমার জেগে থাকা
অন্ধকারের ক্যানভাস জুড়ে
কষ্টের ছবি আঁকা।
স্বভাবে শরীরে পুষ্টিহীনতা
সম্ভোগ বেচে নারী
সড়কে গলিতে মুখোমুখি আমি
কতোটা এড়াতে পারি?
এই শহরের রাজপথ
এক নরকের গুলজার
ভিক্ষুক শিশু ফুল দিতে চায়–
ভুল জন্মের দায় কার?
জননী আদলে বাংলার মুখ
এক বৃদ্ধা খেয়েছে তাড়া
পঁচিশ বছর গোলামির পর
এই রাষ্ট্র চালায় কারা?
আমি জানতে চাই না
আমি টানতে চাই না
এই বোঝা প্রতিদিন,
আমি কি নষ্ট বলতে পারি না
কি অন্যায় কি সমীচীন?
আমি মুক্তি চাই-
স্নায়ুর পীড়ন দুর্বল মন মুক্তি চাই
দুঃস্বপ্নের মতো রাতের দৃশ্য মুক্তি চাই
যেদিকে ইচ্ছে চলে যাবো আমি স্বস্তি চাই–
যেমোন ঘোরের মধ্যে থাকা,
এই বিভীষিকাময় মানচিত্রে
আমি কি আসলে একা?