Headlines

সঞ্চিতা মিস্রের কবিতা

বোধ

পাথরকঠিন একটা হৃদয়–
চতুর্পাশে অদেখা প্রাচীরের মাথায় কাঁটার বেড়াজাল;
ডিঙিয়ে যাবার সাহসে রক্তাক্ত প্রচেষ্টা
সন্ধান করে ফেরে জাদুর জিয়নকাঠি।
ইচ্ছাকৃত ঘুমের ভানে ভানটাই তো সব–
শবের প্রাণ ফেরানো জিয়নকাঠিতে ছলনা যে অস্পৃশ্য–
তাই নীলমনে হারিয়েছি বারবার,
ব্যর্থতাকে হারাতে চেয়ে অলঙ্ঘ্য প্রাচীরে
মাথাকুটে মিলেছে নিস্ফলতা–
পাষাণহৃদয়ের কুলুঙ্গিতে প্রদীপ জ্বলেনি।
জ্বলেছে অন্য হৃদয়, পুড়েছে আরেক মন,
হিসাবের খাতায় কাটাকুটি খেলা
শূন্যগূলোকে একসারিতে দাঁড় করিয়ে এনেছে জয়।
জীবনকে চিনেছি শূন্যের নিরিখে…
বোধের ব্যাকরণে সত্যকে জেনেছি…
মিলন হবেই…শেষের সেদিনে…সেই শূন্যে ।

 

ও মেয়ে , তুই 

ও মেয়ে, কি দেখছিস তুই আকাশ পানে চেয়ে?
এলোচুলে ,আদুর গায়ে….
ডুরে শাড়ির আঁটো বাঁধনে…তুই তো
আর কিশোরী নোস রে ।
এমন করে ভরদুপুরে খোলা মাঠের মাঝে…
একলা হয়ে উদাস মনে কি পেলি তুই গগনপটে খুঁজে?
ও মেয়ে, তোর এলোচুলে মন হারালে মন্দ বলিস নে ,
ঈশান কোনে মেঘ জমেছে ,বইছে বাদল হাওয়া
একগোছা চুল তোর মুখে যে মাতাল হলো রে…
তবুও তুই তেমনই ঠায় দাঁড়িয়ে আছিস নিথর
অবাক চোখ কি খোঁজে তোর বুঝতে পারি নে।
ওলো মেয়ে, ভয় করে না তোর….?
কালো মেঘের বুকটা চিরে বিজলি দেয় হানা
ভয়ে আমার বুকটা শুকায়…
তোর একি অবুঝপনা?
আকাশ ভেঙ্গে নামল শ্রাবণ ভিজে একসা তুই,
ও মেয়ে তুই যুবতী এখন বুঝিস নে যে কেন–
এমন করে বৃষ্টিধারায় আর ভিজিস নি যেন।
নিষেধ বেড়ি তোর পায়েতে লাগুক চাই নে
কেউ তোকে মন্দ বলুক, সইতে পারি নে।
আমার বুকের ভালোবাসার অসীম বরিষণে
গোপনে তোকে নিজের করে বরণ করে নিলেম….
ও মেয়ে তুই বুঝবি কবে আমার অবুঝ প্রেম..?

অনিশ্চয়

অনুচ্চারের বায়নাগুলো আজও তেমনই আছে
শুধু তোমার বোধে সেগুলোর সমাধিতে
অনিচ্ছার বাসি ফুলে মাছি ভন্ ভন্ করে।
আবেগের চাহিদাতে আজও অবুঝ হয় মন–
শুধু তোমার আবেগহীন ভালোবাসতে
চাওয়ার অদম্য ইচ্ছের কাছে উৎসর্গে
অপারগ এ হৃদয়।
উজাড় করার উৎসবে আজও একান্তে সাজে প্রেম–
শুধু তোমার নিত্য অপমানের কশাঘাতে
ভালোবাসার ক্ষত চুঁইয়ে রক্তের ফোঁটারা
ভুলতে দিল না গোপন ব্যথার ইতিহাস।
উচ্চারণেই যদি সব বলে দিতে হয়
তবে কেন মিছে মন দেওয়া-নেওয়া …?
দোদুল্যমান ঠিক বেঠিকরা ঘড়ির পেন্ডুলামে
নিজেদের সাদৃশ্য খুঁজেছে চিরকাল, তাই,
দেয়া-নেয়া আর স্হির বিশ্বাসে বাঁধা পড়েনি।
আজও তাই দুটো অস্তিত্ব বিপরীত মেরুতে
জীবনের সমীকরণ নিয়ে কাটাকুটি খেলে–
আজও হয়ত কোনো অপেক্ষা সময়ের
সন্ধানে অজান্তে আগামীর উঠোনে আসন পাতে–
যদি, ক্ষোভের পাহাড়ের গায়ে পাথর কেটে
খোদিত হয় ‘ভালোবাসা’।
ক্লিক করলে ফেসবুক আইডির লিংক হাইপার হবে।