Headlines

কবিতাটি মূলত একটা ছবির ক্যাপশন

সানজিদা আনসারি

মানব জনম বৃথা গেল

বন্য হয়ে রাজপ্রাসাদে,

অহংকারে, রাজ্যভারে

গোলাম হয়ে রই!

ট্রেনের একটা বগি হতাম যদি

হন্যে হয়ে

তোমার পথে বেয়ে বেয়ে

করতাম হইচই


দিব্যেন্দু দ্বীপ

কবিতাটি মূলত নিচের ছবির ক্যাপশন হিসেবে লেখা। সানজিদা আনসারি