কবি লিয়াকত আলী চৌধুরী ১৯৪৮ সালে গোপালগঞ্জ জেলার গোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতা: মরহুম ফজলুল করিম চৌধুরী, মাতা: মরহুমা ছকিনা খাতুন।
গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন পঞ্চম শ্রেণি পর্যন্ত।
কর্মজীবনে খুলনার খালিশপুরে দি ক্রিসেন্ট জুট মিলে ১৮ বছর চাকরি করেন। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টলারের ব্যবসায় জড়িত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে তার কবিতা লেখার সূচনা হয়।
টুঙ্গিপাড়া থানার বালাডাঙ্গা হাইস্কুল মাঠে বসে ১৯৯৫ সালে প্রথম দেশরত্ন শেখ হাসিনা’ নামে একটি কবিতা লেখেন।
স্কুলটি গড়ার সময় এক ঠিকাদারের অধীনে তিনি কর্মরত ছিলেন সেখানে। তাঁর লেখা কবিতাগুলো মূলত কবিতা শৈলীর চেয়ে আবেগআশ্রয়ী বেশি, তাই কবিতাগুলোতে পাওয়া যাবে অকৃত্রিমতার স্বাদ।
হৃদয়ের গভীর টান তিনি কবিতায় তুলে আনার চেষ্টা করেছেন। এখনো তিনি লিখে চলেছেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী। কবির প্রথম কাব্যগ্রন্থের নাম “কবিতায় জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা”
বাংলাদেশের জন্ম কথা
নির্যাতিত বাঙালি কিভাবে মুক্তি পেল প্রশ্ন তাই,
আমার লেখা কাব্যের পাতায় উত্তর দিয়ে যাই।
পাক সরকার করুণার পাত্র হয়ে দেশ শাসন করে,
মুজিব বলেন তোমার শাসন মানবো না জীবনের তরে।
বন্ধু পাকিস্তানী নীল নকশা সম্পর্কে অবগত হয়ে,
আইয়ুব বিরোধী আন্দোলন তোলেন বাঙালিরে লয়ে।
সেদিন স্বাধীনতার পক্ষে অভূতপূর্ব জনসমাবেশ ঘটে,
তার কীর্তি ইতিহাসে স্বর্ণালী অধ্যায়ে রয়েছে বটে।
বঙ্গবন্ধু বাঙালির স্বার্থে সুখ শান্তি বিসর্জন দিয়ে,
রাজনীতিতে নামেন কষ্টের জীবন বেছে নিয়ে।
আল্লাহ্ ‘র লীলা আল্লাহ্ ই বোঝে, বোঝে না কভু জীবে,
বন্ধুর বীরত্ব দাপটে পাকিস্তানী প্রদীপ গেল নিভে।
সে মহৎ মানুষটির প্রতিচ্ছবি অন্তর চিত্তে ভেসে রয়,
৭১-সনে তার নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র জন্ম হয়।
শেখ হাসিনার দশটি উদ্যোগের মূল কথা
বঙ্গবন্ধুর স্বপ্নগুলি বাস্তবায়নের তরে,
শেখ হাসিনার হৃদয়ের মাঝে স্বপ্ন খেলা করে।
সকল বাংলাবাসী অধীর আগ্রহের সাথে,
দশটি উদ্যোগ দল বেঁধে আসে তার হাতে।
প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগ অত্যন্ত ভালো,
যেমন চন্দ্রসূর্য জগতে ছড়ায় আলো।
জগতে বেজে ওঠে দশটি উদ্যোগের গান,
বাঙালিকে দিলেন তিনি উত্তম প্রতিদান।
তারই মুক্ত মনে বাজে বেনু সেই আশা নিয়ে,
বাঙালিরে বাসেন ভালো প্রাণের শান্তি দিয়ে।
পৃথিবীর মানুষ সে মহত প্রাণের বুকের গান শুনে,
আন্তর্জাতিক পুরস্কার পান দশটি সে উদ্যোগের গুণে।
নব নব রূপে বাংলায় ভাসে সোনালী আলো,
ধীরে ধীরে পালাচ্ছে বাঙালির জীবনের কালো।
বিশেষ দশটি উদ্যোগ বঙ্গবন্ধুর হৃদয়ে ছিল লেখা,
তার সকল অর্থ প্রাণমন তৃপ্ত করে দিল দেখা।
দশটি উদ্যোগ জগতে আলোড়ন করে সৃষ্টি,
জননেত্রী শেখ হাসিনার প্রতি রয়েছে প্রভুর দৃষ্টি।