তবু এক উদ্বেলিত জীবন

Dibbendu Dwip

°°°

অশান্তিরা
চাপা পড়ে থাকে প্রতিজ্ঞায়,
প্রতিশ্রুতিগুলো নিজেকে আড়াল করে
অক্ষমতায়।
এ নষ্ট দিনে আমারও কিছু বিলাপ আছে-
বিপন্ন হয় নদীর ধারে,
পুরনো কড়ই গাছে
বাসা বাঁধা মৌমাছীদের সাথে।
পথ বেয়ে চলে যাই ঘুমহীন চোখে
মুয়াজ্জিনের পিছে পিছে—
আমারও কিছু ধর্ম আছে,
চিল আর ডাহুকের মতো,
আমারও কিছু ধর্ম আছে-
যেমন, জোর পায়ে হেঁটে যাচ্ছে মা কাজে,
পিছে ঘ্যান ঘ্যান করছে
নাগাল না পেয়ে ক্ষুধার্ত শিশু,
ফিরে এসে খেলে, হাসে খিলখিল করে,
মা-ও হাসে মনিবের শিশু কোলে কৃত্রিম ফুর্তিতে।
আমার কিছু ধর্ম আছে এমন, এর চেয়ে ভীষণ।

°°°

গোপন ইচ্ছেগুলো
ব্যথা হয়ে জমে—
তোমারও কি এমন?
মেঘ লুকাতে দৌঁড়ে পালায়
আকাশ যেমন।

°°°

জীবন উড়িয়ে দিয়ে দেখো
জীবন কতটা সুন্দর!
এক অপার্থিব অনুভূতি—
অন্য এক শৌর্যের পৃথিবী।
মদে নেই এত বেশি মাদকতা,
নেই তোমাতে,
যতটা উদাসীন এ অনুভূতিতে!
যখন তুমি জেনে যাবে
কতটা মূল্যহীন মূল্যবান এসব,
এ জীবন যেন এক আজন্ম শৈশব।
হাসতে পারো,
অহেতুক কিছু কাঁদতেও পারো।
সবই সুখের, দুঃখগুলোও বোকা বোকা
মাঝে মাঝে ওরাও হাসতে জানে
সবই একই—
কখনো রাজপ্রাসাদে, কখনো বনে।


দিব্যেন্দু দ্বীপ দিব্যেন্দু দ্বীপ