দিব্যেন্দু দ্বীপ এর কবিতা

follow-upnews
0 0

আমার হারিয়ে যাবার ক্ষণ,

তোমায় পেলে এবার সত্যি

কিছু ভালোবাসা হতো।

 

জীবন এখন শূন্যে ভাসে,

শূন্যে হাসে;

স্বপ্নেরা সব

ছড়িয়ে পড়ে আকাশে।

 

অসাড় করা ইন্দ্রিয়গুলো

অনিচ্ছায়

পাহাড়টাকে নিচ্ছে বয়ে।

এখনও তবু চলছে প্রাণ,

পারিজাত হয়ে।

 

স্বর্গ দেখছি না, নরক দেখছি না,

দেখছি শুধু পিছনে একটা

পৃথিবী; আমি ফেলে যাচ্ছি

অবেলায়, অপূর্ণতায়।

 

মৃতু্র এমন রূপ!

সবই ভুলিয়ে দেয়,

কিছু দুঃখ দেয়,

এর চেয়ে বেশি শূন্যতা;

এক মহাশূন্যে ভাসিয়ে নিয়ে যায়।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

এরা খনির কয়লা চোর

এটা তাদের শেষ পর্যায়ের চুরি। তাহলে সারা জীবন ধাপে ধাপে কী পরিমাণ চুরি তারা করেছে? খনি দুর্নীতির তদন্তে বড়পুকুরিয়ার কয়লা খনির চার ব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতা পেয়েছে পেট্রোবাংলা গঠিত তদন্ত কমিটি। তারা হলেন, খনির সদ্য সাবেক হওয়া ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আওরঙ্গজেব, আমিনুজ্জামান ও কামরুজ্জামান। বিদ্যুৎ, জ্বালানি […]
দিনাজপুর