দেশের জন্য মধ্যরাতের বয়ান

follow-upnews
0 0

নষ্ট মানুষ নষ্টই আছে,

ধর্ম মেনে আরো ভ্রষ্ট হয়েছে।

শুক্রাণু-ডিম্বানু মিলিত হয়ে জন্ম

নিয়েছিল যে মানব শিশু

অন্ধ-লোভী-অজ্ঞ পিতা-মাতা

তাকে বর্বর বানিয়েছে শুধু।

শিশুটি বড় হয়েছে, অমানুষ হয়েছে।

আগে রাষ্ট্র গড়ো, রাষ্ট্র তুমি মানুষ করো।

একটু সবুর করো,

কিছু অর্থ ব্যয় করো সভ্যতা বাঁচাতে আজ!

পুরুষ তুমি কন্ডোম পরে নাও,

নারী, দোহাই তোমার

মানব শিশু জন্ম দিও না আর এ তল্লাটে।

সরকার, বিনামূল্যে কনডোম বিলাও ঘরে ঘরে।

আসো, ধর্মটা লিখি নতুন করে আমরা যারা কবি,

কল্পতরুর নেশায় মত্ত পৃত্থিরাজকে হঠাও,

ঘুমাও, ঘুমিও যাও এখন তোমরা যারা নবী।


শেকস্ রাসেল

লন্ডন, যুক্তরাজ্য

Next Post

আলোকবর্তিকা শাহিদা সুলতানা

আপনার কথা কুণ্ঠিত থাক বেদনার কথা যদি বল, তাহলে গুটিয়ে রাখ আধখোলা পুরনো চাদর। সময়ের অহেতুক অপচয়ে কাজ নেই আর। তুমি, আমি, নাকি সে? কার মোহে ভেসেছিল কে, অবেলার অন্ধকারে সে কথা থাক। বরং দেশলাই খুঁজে চল করি উজ্জ্বল আলোর কারবার।   কবি শাহিদা সুলতানা, বর্তমানে বাংলাদেশ সরকারের একজন উপসচিব […]
শাহিদা-সুলতানা-এটুআই