Headlines

নরপিশাচ ।। অজয় দাশগুপ্ত

মাওলানা সিরাজউদ্দৌলা

লেবাসে কি ধর্ম আছে?
ধর্ম থাকে মনে
লেবাসধারীর ধর্ম কর্ম
নিজের প্রয়োজনে।

পান খাওয়া লাল দাঁতের ফাঁকে
বিকৃতি কাম বন্যা
ভীমরতিতে সবাই আছে
জননী বা কন্যা।

এসব লোকের মাথার ওপর 
মেলছে কারা ছাতি
গড ফাদারের নাম পরিচয়
জানতে চায় আজ জাতি

ওরে আমার দারোগা সাব
ও বাবাজী পুলিশ
তোদেরওতো কন্যা আছে
কেমন করে ভুলিস?

রোদন নিয়ে আর কতকাল
কাটাবে দিনরাত
ঘরে ঘরে তৈরী হও হে
জননী নুসরাত।

আমরা জানি ভালোই বুঝি
আসলে কি চাস
নারী লোভী লেবাসধারী
মানুষ না পিশাচ।


অজয় দাসগুপ্ত সিডনি, অস্ট্রেলিয়া

সিডনি, অস্ট্রেলিয়া