পরাভবের কবিতা: প্লাবন ইমদাদের অসহায়ত্ব

Plaban Imdad

কবিতার জন্য

 

যে বধির
তাকে আপনি কি করে বোঝাবেন
কান্নার শব্দ কেমন হয়?

যে জন্মান্ধ,
কোন ক্ষমতায় আপনি দেখাবেন তাকে
জোস্নার গলে পড়া আলোক বর্ষণ?

আজন্ম বোবা মানুষটাকে কি করে বলাবেন
আপনাকে তার কেমন লাগে?

সে কি বোবা?
বধির?
নাকি জন্মান্ধ!

অামি ঠিক জানি না।

তবে,
আমি অসহায়।

ভীষণ অসহায় আমি
এমনি এক সুস্থ-সবল মানবীকে নিয়ে।


প্লাবন ইমদাদ