পাতাঝরার অপেক্ষায়

রুনা আপা

তুমি তো চিরহরিৎ নও।

আমি তো কখনও দেখেছি

মরুভূমি এক উঁকি দিতে

মহাপ্লাবনের বিমূর্ত  ছায়ায়।

পত্র ঝরিয়ে বিদেয় করে দিতে

পারো তুমি পুরাতন।

এখনও কি নয় তোমার

পাতাঝরার কাল?

বসন্ত হটিয়ে দিও না ভুলে;

ডেকে নাও আমায়

তোমার নাব্য শূন্যতায়।

পল্লবহীন আমি কি তবে

শুধু আত্মঘাতী অপেক্ষায়?


দিব্যেন্দু দ্বীপ