Headlines

বেঁচে আছি // অনুপম শেখর

অনুপম শেখর

 

 

 

ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা।

সমাজের মঞ্চে দাড়িয়ে সবাই গতবাঁধা কোরাস গায়;

আমিও নিজের অজান্তে তাল মেলাতে শুরু করি।

পারি না। আমার চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে আকাশ ।

শেকড় গেঁড়ে মাটিতে পৃথিবীটাকে আঁকড়ে বেঁচে আছি বৃক্ষের মত।

ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা।

সন্ধ্যে হলেই শীত লাগে আর রাত হলে টান পড়ে পেটে।

শীতের কাপড় আর ক’টা ভাত পেলেই আমি সুখী মানুষ হয়ে যাই।

চায়ের কাপে চেয়ে দেখি উপরেরর দিকে জল ধোয়া হয়ে উড়ে যায়;

আমিও তখন স্বপ্ন দেখি এক বিরাট বিপ্লবের।

কিন্তু খানিক বাদে অনুভব করি মাধ্যাকর্ষণ।

আমি আর উঠতে পারি না।

শেকড় গেঁড়ে মাটিতে পৃথিবীটাকে আঁকড়ে বেঁচে আছি বৃক্ষের মত।

ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা।


অনুপম শেখর