মনোছবি ।। জুয়েনা ইয়াছমিন

ফিরবো না আজ, কিছুতেই ফিরবো না

স্মৃতিগুলোকে একলা ফেলে

ওরা হাসায়-কাঁদায়, লাফায়-ঝাঁপায়

হৃদ-মাজারে জড়ো হয়ে।

না হয় তারা আজ

নিলোই একটি রাত–

সুন্দর একটি ভোর, দুপুর

বিকেল, সন্ধ্যা রোমন্থনে।

অথবা একটি রাত, ঠিক রাতের মতই–

একটু অন্যরকম সে রাতের সহযাত্রীরা

তারা উঞ্চতায় ছিলো, ভোরের গল্পে ছিলো

কর্ম-মুখর দুপুরে ছিলো, গোধূলিয়ার রক্তাভ মেলায়

স্বপ্ন নিয়ে খেলায় ছিলো।

ওরা স্বপ্নিল হয়ে হলি খেলতো

শীতের রাত তপ্ত করতো

জিবনটাকে রাঙিয়ে দিতো

পূব-গগনের রঙিন আভায়।

আজ না হয় না-ই ফিরি–

রাতের পরে কূয়াশাচ্ছন্ন ভোরে।

সূর্র‌্যটাকে না হয় নাইবা খুঁজলাম

ঝাপসা-ধূসর ঐ আকাশটাতে।

মনোছবি দেখে কাটুক না হয়

স্বপ্নহীন আরো একটি রাত!


জুয়েনা ইয়াছমিন  Juena Iasmin