সোফিয়া আমায় বিয়ে করবে তুমি?
তুমিতো রোবট!
মানুষের সাথে সব সম্পর্কের ইতি।
মানুষের চেয়ে পশু ভালো!
এইতো কদিন আগে চার বছরের শিশুও ধর্ষণ হলো।
তোমারো কি ধর্ম আছে সোফিয়া?
বিধর্মী হলে গাঁইতি দিয়ে পিছন থেকে মারবে আমাকে;
কেন মারছে বুঝে ওঠার আগে কুপবে কাটারি দিয়ে।
তার পর গায়ে কেরোসিন তেল ঢেলে
আগুন ধরিয়ে দেবে বীরের মত।
‘লাভ জিহাদ’ গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি হবে
সোশ্যাল মিডিয়ায় হয়ে যাবে ভাইরাল।
সোফিয়া আমায় বিয়ে করবে তুমি? তুমি তো রোবট!
বলব না মানুষ হতে।
সোফিয়া আমি তোমায় ধর্মান্তরিত হতে বলবো না
শাকিব খানের মতো। অপু বিশ্বাসের মতো সোফিয়া
আমার সন্তান কোলে কাঠগড়ায় দাঁড় করাবো না তোমাকে।
ডিভোর্স দেবনা সোফিয়া! সোফিয়া তুমিতো যন্ত্র;যন্ত্রই থাকো
মানুষ হয়ো না। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রকৃত তথ্য
প্রক্রিয়াজাতকরণ, মুখে বিন্যাস বা ফেসিয়াল
রেকজনাইজেশন; তোমার এসব গুণ তোমার চাইতে
মানুষের বেশি! মানুষের হৃদয়ে আজ মানবতা নেই।
বুদ্ধি তে জড়।মানুষের ইতিহাসে তথ্য নির্ভরতা গেছে ঘুচে।
সব ঠিক করে ক্ষমতা।
লাল জামা, সাদা প্যান্ট, সাদা মাফলার, সাদা জুতো যেনো শুটিং হচ্ছে;
হিন্দি ছবির।তাক করে আছে মোবাইল ক্যামেরা নৃশংস অ্যাকশন দৃশ্য
বন্দি করবে বলে।মানুষের অভিব্যক্তি গুলো নির্ধারিত পরিকল্পিত
আগে থেকে প্রোগ্রামিং করা; থলের ভিতর ভরা আছে
কেরোসিন তেলের বোতল; কাটারি,গাঁইতি।পকেটে আছে দেশলাই কাঠি।
আর মাথার ভেতর ভরা আছে লাভ জিহাদ!
ভরে দেওয়া হয়েছে ধর্মের সুড়সুড়ি।
যেমন তোমাকে প্রস্তুতকারী ডেভিড হ্যানসন
তোমার ভেতর ভরে দিয়েছে সে ঠিক যা যা চায়।
ঠিক তেমনটি।
সোফিয়া তোমার ভেতরে কি ভালবাসা আছে?
মানুষের এক ফোঁটা গোলাপী ভালবাসা নেই।তার আছে নাকি
মিথ্যে গেরুয়া ধর্ম।তা যে কি বস্তু;তা সে নিজেও জানেনা।
ত্যাগ গুলো সব হিংসার রং হয়ে গেছে।হিংসার তলায় মৃত্যুর রং আছে।
কেউ দেখতে পায় না তা। হিংসা অন্ধ।
ভালবাসাও!
সোফিয়া ভালবাসার জাত কি?ধর্মই বা কি?তিথি, নক্ষত্র,জাতি, গোত্র
এসব দেখে ভালোবাসা কি হয় সোফিয়া!
ভালোবাসা কেন হয়? সোফিয়া দিতে পারো এর উত্তর!
রোমিও জুলিয়েট,লায়লা মজনু,হীর রাঞ্ঝা অমর প্রেম কাহিনী
গুলো জানা আছে তোমার সোফিয়া।মানুষ সব ভুলে গেছে।
সোফিয়া মানুষের অঙ্গভঙ্গি ; মুখের অভিব্যক্তি নকল করতে পারো
দিতে পারো বিভিন্ন প্রশ্নের উত্তর।কেবল মানুষের চরিত্র-দিয়ে কিছু শিখ না।
মানুষ আজ মানুষ নেই।নৈতিকতায় মূর্তিমান পিশাচ।
আজ মানুষের চেয়ে বড় রোবট আর কেউ নেই পৃথিবীতে!
কোলকাতা, ভারত