Headlines

হুঁশিয়ার ধর্ষক // চাণক্য বাড়ৈ

চাণক্য বাড়ৈ

প্রতিবাদ হোক রাজপথে আর প্রতিবাদ হোক মনে

প্রতিবাদ হোক গ্রামে শহরে প্রতিটি ঘরের কোনে
আমার বোনের সম্মান লোটে লম্পট জানোয়ার
আমরা জেগেছি লাখো জনতা প্রতিশোধ নেব তার
থাকব না আর পুতুলের মতো চুপচাপ দর্শক
পালা রে পালা দেশ থেকে পালা বর্বর ধর্ষক।
পালা রে পালা দেশ থেকে পালা কাপুরুষ ধর্ষক।

হাজারো নারীর অশ্রুতে ভেজা বাংলাদেশের মাটি
ভাঙবই আজ অপরাধী আর দুর্বৃত্তের ঘাঁটি
বঙ্গবন্ধু রবি-কাজী আর লালনের বাংলায়
শুনি শুধু ওই শিশ্নবাজেরা নির্ভয়ে গর্জায়
প্রতিরোধ গড়ে তুলব এবার থাকব না দর্শক
পালা রে পালা দেশ থেকে পালা অসভ্য ধর্ষক।
পালা রে পালা দেশ থেকে পালা শয়তান ধর্ষক।

ত্রস্ত কিশোরী কেঁদে ওঠে ভয়ে এটা কি মৃত্যুপুরী
আমার মায়ের চোখ থেকে আজ স্বপ্ন হয়েছে চুরি
মায়ের বোনের কান্নার আজ সব শোধ তুলে নেব
নির্ভয়ে পথ চলতে পারার সাহস ফিরিয়ে দেব
শপথ নিলাম বদলা নেব থাকব না দর্শক
পালা রে পালা দেশ থেকে পালা খুনি আর ধর্ষক
পালা রে পালা দেশ থেকে পালা হুঁশিয়ার ধর্ষক।