♥
ঘুমিয়ে পড়ব বলে ভাবছি,
হঠাৎ দেখি তুমি,
সত্যি তুমি!
♥
প্রিয়
তুমি বিশ্বাস করবে?
এক ঘণ্টা আমি দেখেছি তোমারে।
জুম করে, ফ্লিপ করে, রোটেট করে—
আরও আরও আরও
তুমি কি বুঝতে পারো?
♥
মানুষ কতটা সুন্দরী হতে পারে!
তোমার চেয়ে বেশি কেউ নয়।
কী জানো আছে তোমাতে,
নেই তা কিছুতে— স্বর্গ বা মর্তে।
♥
আমাকে তোমার সাথে থাকতে দিবে?
আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না,
কখনো না, অল্পটুকুও না।
আমি শুধু তোমাকে একটু দেখবো—
উঁকি দিয়ে দেখবো
তুমি যখন আধোঘুমে, ঘুমে,
প্রমিজ, বারে বারে দেখতে চাইব না,
একবারই দেখবো।
কিন্তু একশো একবারও দেখবো, তুমি জানবে না।
তোমাকে একবার দেখলে আমার হবে না।
যখন অফিশ থেকে ফেরো তখন দেখবো,
চোখে চোখ রাখবো না,
তুমি যখন কেবল সিঁড়িতে পা দিয়ে
শাড়ির পাড় ভেঙে ঘরে ঢুকে যাবে
অমনি আমি লুকিয়ে যাব।
বিশ্বাস করো
এক ঘণ্টা তোমাকে আর দেখতে চাইব না।
তুমি কি সন্ধ্যেয় এক কাপ কফি নিয়ে
ব্যালকনিতে এসে বসবে?
বাগানটাকে আড়াল না করে
তোমার সামনে আমাকে বসতে দেবে?
হৃদয়ের রক্ত রাগ সামলে নেব,
অন্ধকারে আবছায়া তোমাকে ছুঁয়ে দেব না।
তুমি কি বুঝতে পেরে আমাকে তখন চমকে দেবে?
রাতে তুমি কী করবে?
টিভি দেখবে, নাকি আমার সাথে
পাল্টপাল্টি কবিতা লিখবে, বই পড়বে?
ওরা যদি আসে, আসুক—
তোমার প্রয়োজনীয় সভা শেষ হলে,
নাহ! কোনোভাবেই না,
তোমাদের সাথে আমি নৈশভোজে অংশ নেব না।
আমার তোমাকে আমি একলা চাই,
কখনো কারো সাথে নয়!
তুমি কি জলদি জলদি ঘুমিয়ে যাবে?
একটু ছাদে যাবে না?
জ্যোৎস্নায় পরাণভরে দেখবো না তোমায়?
আমার ঈশ্বর, পরম ঈশ্বর,
তুমি তখন ডেকে নেবে না আমায়?
পারবে তুমি অতটা নিষ্ঠুর হতে?
♥
দূরে থেকো না,
দূরে রেখো না,
ভালোবাসতে দাও।
প্রিয়, তোমাকে আমায় ভালোবাসতে দাও।
♥
আমি তোমার কাছে আসবো।
♥
গল্পের মতো তুমি,
তুমি মহাকাব্য, তুমি দুর্বোধ্য,
তুমি সুগভীর,
নাগাল পেতে দেব না
হোক ওরা যতই মহাবীর।
আমার স্বপ্নের চেয়েও সুন্দর তুমি,
তুমি ধীর, তুমি স্থির।
তুমি কারো নও, তুমি তোমার,
আর শুধু আমার।
তোমাকে আমি ছাড়বো না কোনোদিন,
তুমি আমার চোখে আকাশ,
চীর ভাস্কর, নবীন।
তোমাতে হোক আমার জয়,
তোমাতেই আমার ক্ষয়।
এই জীবনে চাই না আমি কিছু আর,
প্রত্যয় আর প্রার্থনা সবটুকু শুধু
তোমাকে কাছে পাবার।
♥
মনে মনে ঘুম তোমার ছবি আঁকি,
তোমাক দেখব বলে সারারাত জেগে থাকি।
আমার সম্রাজ্য,
আমি তোমাতে নিমগ্ন,
ভীষণ পুলকিত, তোমাতে প্রসন্ন।
https://www.youtube.com/watch?v=k2FrwALltEs&t=109s