পদ্মাসনে একা বসে থাকে বুদ্ধ

follow-upnews
0 0

খোঁপায় যেমন,
তেমন ভূমিতেও গোলাপ গুঁজে দিলে
বদলে যেত ইতিহাস।
বুকে মাইন পেতে কি শান্তির ঘুম জোটে দু’চোখে?

নাফ তো জানে পরিচয় – শব আর সবের।
শরনার্থী মার্গ কি তবে নির্বাণ সত্য?
ভস্ম ভিটেতে পদ্মাসনে একা বসে থাকে বুদ্ধ।

– আইরিন সুলতানা১৪ সেপ্টেম্বর ২০১৭

Next Post

নিসর্গবিদ দ্বিজেন শর্মা আর নেই

বরেণ্য নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা আর নেই। শুক্রবার (১৫ আগস্ট ২০১৭) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণে ভোগা দ্বিজেন শর্মাকে হাসপাতালটির আইসিইউতেও রাখা হয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ২৩ জুলাই দ্বিজেন শর্মাকে বারডেম […]
দ্বিজেন শর্মা