Headlines

ভালবাসার আভাস -নিঝুম জ্যোতি

images

প্রিয়তম

তুমি শুধু ডাক
তোমার দল নিয়ে সাথে!
আমি কি উসাইন বোল্ট
যে ওদের সাথে
পাল্লা দেব দিনে-রাতে?
নাকি কি নেকড়ে যে
একসাথে ঘাড় মটকাব?
পিঁপড়াও তো নই যে
শীতের খাবার দলবেঁধে জুটাব।
তুমি না হয়, তাই বলে
আমি কি ঝিঁঝিপোকা,
ঘাসফড়িং, নাকি হাঙ্গর?
জেনো রাখো আমায়,
জানো কি বানর মোরগ
গিরগিটি হায়েনা তিমিদের
প্রেম কেমন হয়?
দল বাধো ঠিকই, তবে দলে
কোনো ব্রক্ষ্মপুত্র রেখো না যেন।



ভালবাসার আভাস

আর কিছুই করবে না সে জানি,
তবু তার সাথে হররোজ
আমার কিছু অহেতুক কানাকানি।
পথে পথে স্বর্গের খোঁজ পেয়েছে!
তাই কি সে ফেলে আসে?
বারো রকমের ফল মেলে
হেথায় সেথায় বারোমাসে,
তাই কি সে ফেলে আসে?
কখনোই আসবে না জানি
তবু মাঝে মাঝে আনমনে
কিছু গল্প বলি, আমিও শুনি।

line