১
প্রিয়তম,
আমাকে ভুলিয়ে রেখো না শুধু,
আমাকে দাও তোমার সবকিছু।
আলো, অন্ধকার, তুমি
তোমার সবকিছু আমাকে দাও।
২
প্রিয়তম,
ভুলতে পারি না কোনোমতে,
তোমার একাকী ও ছবি,
তুমি হাস্যোজ্জ্বল, মায়াবী-
পিছনে যেন কার ছায়া
আবছায়া হয়ে আমাকে কাঁদায়।
৩
প্রিয়তম,
দিন চলে যায়, রাত চলে যায়,
শুধু আশায় আশায়।
আকাশও আমার সাথে হাসে,
অন্তর্যামী দুঃখে ভাসে।
৪
প্রিয়তম,
তবু তুমি আসো
তোমার প্রিয়জন সাথে নিয়ে।
দেখব তোমায়
যেমন দেখি আকাশটাকে সীমানায়।
৫
প্রিয়তম,
দুঃখ দেব না তোমায়,
শুধু কিছু সুখ নেব।
সরোবরে দু ফোটা দেব না
শুধু স্রোতে হারাতে।
কেবল কিছু কুড়িয়ে পাবো।
৬
প্রিয়তম,
অনুভব স্পর্শে কবে হবে ক্ষয়?
প্রতিদিন তোমার সব
ওরা কেড়ে নেয়
আড়ম্বরে, অবহেলায়।
তুমি কি দিতে পারো না
তার কিছু আমায়?
প্রিয়তম,
সুরের নেশা সুরায় কি মেটে?
ঘুরে ফিরে তোমার কাছে অবশেষে।