Headlines

প্রিয়তম, দেখ, ঈশ্বর কেমন তোমাতে আজ প্রার্থনারত

প্রিয়তম,
দম বন্ধ করে থাকি
একটু সুযোগরে আশায়,
কখন পৃথীবিটাকে আড়াল করে
তোমায় বলব, “ভালবাসি”।

প্রিয়তম,
আমি যখন রাত দুপুরে গোপনে
‍”ভালবাসি” লিখে পাঠাই তোমায়,
মোবাইলটা যখন বেজে উঠে
সঙ্গমরত তোমাকে জানাতে চায় তা,
তুমি কি তখন বিরক্তিতে গর্জে ওঠো না?

প্রিয়তম,
কিছুক্ষণ পরে ক্লান্ত অবসরে,
ধীরে ধীরে তোমার জবাব মেলে,
“লাভ ইউ ঠু”।

প্রিয়তম,
যখন তুমি আমার প্রেমে, পরিপূর্ণে;
বেজে চলেছে সে হন্তারক এখন,
বলতে পারো সে কে তবে?
মৃতরাও কি তোমায় ডাকে এভাবে!

প্রিয়তম,
এত ভালবাসা সাগর পেল,
তবু সে শুকাল!
প্রিয়তম, দেখ,
ঈশ্বর কেমন তোমাতে আজ প্রার্থনারত।