Headlines

পথিক, সঙ্গে নাও শুধু প্রেমিকদের

পথিক,

ভিক্ষুকের সাথে যুদ্ধে তুমি হেরে যাবে নিশ্চিত,

পথের ভিক্ষুক নয় ওরা, ওরা কিছু উচ্চশিক্ষিত, লোভী-চাটুকার।

ওরা যারা ভিক্ষা করে গোপনে-আড়ালে, পায়ে পায়ে ঘুরে;

ওরা অত্যাচারী হয়, নিষ্ঠুর  হয় রাজপ্রাসাদ হতে ফিরে।

সাবধান! পথিক, ওদের সণাক্ত করে এড়িয়ে যাও এখন শুধু।

পথিক,

আর কয়েকটা বছর অপেক্ষা করো,

দাঁতে দাঁত চাপো,

তোমার ছায়াটা এখন শুধু ওদের ঘাড়ে রাখো,

তুমি নেমে যাও পরিকল্পনায়-কাজে-লক্ষ্যে।

পথিক,

বোকা হও, অন্ধ হও,

ওদের ঠকাতে দাও।

শুধু প্রস্তুতিটুকু নিয়ে রাখ।

পথিক,

ভুল করো না আর কোনো,

প্রতিটি মিনিটের হিসেব রাখো।

পথিক, ওদের প্রতিটি পদক্ষেপ তুমি জানো।

পথিক,

তুমি লক্ষ্যে অটুট আছ,

তুমি প্রতিশ্রুতিবদ্ধ, তুমি পারবে।

পথিক,

সঙ্গে নাও শুধু প্রেমিকদের,

অচিরেই ওরা সামার্থবান হবে।

পথিক,

দুর্বলকে ক্ষমা করে দাও,

ভুলে যাও তার অপরাধ কিছু।

প্রবল প্রতিপক্ষকে ছেড়ো না।

পথিক, প্রতিশোধ তোমাকে নিতেই হবে।

পথিক,

হাঁটতে থাকো অবিরাম,

এড়িয়ে যেও না কিছু,

জীবন একটা বৃত্তাকার পথ ছাড়া কিছু নয়,

মরতে হবে তোমাকে এ পথেই।

পথিক,

ভালবাসতে ভুলো না,

এমনকি প্রতিশোধের মুহূর্তেও।

মনে রাখ, এই আঘাতটা শুধু আরো ভালবাসার জন্যেই।

১০

পথিক,

রোজ যারা আসে

তোমার বিষাদের পাশে গোপনে,

তাদের চিনতে ভুলো না।

১১

পথিক,

অপমানটুকু হজম করো

শুধু তাদের কথা ভেবে

যারা তোমার পথ চেয়ে আছে।

১২

পথিক,

দেখেছ হিসেব করে কখনো

ওরা যে বাঁচে শুধু,

প্রয়োজনে বাঁচতে না দিয়ে।

ওরা যে নিতে চায় শুধু,

প্রয়োজনে হত্যা করে।

১৩

পথিক,

মাড়িয়ে যায় যারা শুধু,

তাদের ভালো কথায় ভুলো না তুমি।

১৪

পথিক,

ওরা আসে তোমার কাছেও

যেমন যায় ওরা হিমালয়ে।

হিমালয় কি ওদের মনে রাখে?

১৫

পথিক,

খেয়াল রেখো

প্রকৃত ভালবাসা যেন কখনো আঘাত না পায়।

১৬

পথিক,

কিছু শিয়াল দৌঁড়ে এগিয়ে যাচ্ছে বলে

তুমি ঈর্ষান্নিত হইও না।

ওরা হয়ত কুকুরের তাড়া খেয়েছে,

তুমি কি ভাবতে পারো

মানুষ ওভাবে সব পায়ে দলে যেতে পারে?

১৭

পথিক,

নিশ্চিত ওরা দ্বিধান্নিত,

ওদের আত্মবিশ্বাসের ভণিতায় তুমি বিভ্রান্ত হইও না।

১৮

পথিক,

ভালো না বেসে কাউকে ‘ভালবাসি’ বলো না।

বারে বারে নিজেকে পরীক্ষা করো।

১৯

পথিক,

ভালোবাসা তুমি চাইতে পারো না।

তুমি তো ভিক্ষুক নও।

২০

পথিক,

সত্যটা কখনো ছেড়ে না,

একা থাকতে তুমি ভয় পেয়ো না।

২১

পথিক,

নিশ্চয়ই এ জীবনের মানে রয়েছে,

“ভালবাসা” র চেয়ে জীবনের

বড় কোনো অর্থ থাকতে পারে না।

২২

পথিক,

ভালবাসার সার্বজনীন বলেই তো

তুমি বিশ্বাস করো।

তবু

 কয়েকজনকেই শুধু পাশে রাখা যায়।

২৩

পথিক,

বিষাদের আনন্দ তোমাকে আলোকিত করে না?

তুমি কি ভাবতে পারো

উল্লাসের আনন্দ দীর্ঘস্থায়ী হতে পারে?

২৪

পথিক,

সততার মূল্য দিও,

তবে ভালবাসার চেয়ে বেশি নয়।

২৫

পথিক,

তুমি কি ভাবতে পারো

আদর্শের নামে

কাউকে হত্যা করা যায়?

২৬

পথিক,

তোমার কি মনে হয়

তোমার কাজটা ঠিকভাবে

করলেই তুমি দায়মুক্ত হও?

কোন মানদণ্ডে তোমার কাজটাকে

তুমি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাবতে পারো?

তুমি কি নিজেকে কখনো

কাঠগড়ায় দাঁড় করাও না?

তোমার মাঝে কি কোনো বিচারক নেই?

তুমি কি এক ঈশ্বর নও?

২৭

পথিক,

নারীরা কি পুরুষের চেয়ে উত্তম নয়?

তারা কি বেশি বিসর্জন দেয় না?

তারা কি বেশি সংযমী নয়?

২৮

পথিক,

নিজেকে তুমি পাথর কুচির পাতা ভাবো,

পথে পথে ছড়িয়ে দাও কিছু নতুন গাছ ।

২৯

পথিক,

বুঝাতে যেও না,

মানুষ ভুল বুঝবে।

৩০

পথিক,

তুমি কি একলা হেঁটেছো কিছু পথ

কোনোদিন থমথমে অন্ধকারে?

ওভাবে জীবনের কিছু নতুন মানে

খুঁজে পাবে তুমি।

৩১

পথিক,

অপক্ষা করো,

তাই বলে না আসলে দুঃখ পেও না।

হয়ত তোমার জন্যও পথ চেয়ে কেউ ফিরে গেছে।

৩২

পথিক,

তুমি শুধু ভালবাসা মূল্যবান ভাবতে পারো,

ঘৃণা নয়।

ঘৃণার জবাব দিতে যেও না।

৩৩

পথিক,

ভালবাসাটা চর্চা করো,

বলতে যেও না সহজে।

৩৪

পথিক,

তুমি কি ভাবো না

প্রেম খুব বিরল, সত্যিই বিরল?

৩৫

পথিক,

সত্যিই কি তুমি তাকে ভালোবাসনি?

৩৬

পথিক,

সে তোমাকে ভালবাসে ভীষণ,

তোমার জন্য অপেক্ষা করে সে।

তাকে ভুলো না তুমি।

৩৭

পথিক,

এখানে যারা নীরবে তোমাকে দেখে,

তুমি কি সে শব্দ শুনতে পাও?

৩৮

পথিক,

শুধু কবি হইও না,

তুমি ব্যবসাটাও শেখ।

৩৯

পথিক,

যে তোমাকে ফেলে চলে যায় অবলিলায়

তার জন্য দুঃখ পাবে কেন?

বরং হাসো।

৪০

পথিক,

তুমি কি ভুলে গিয়েছো

আমাকে কী কথা দিয়েছিলে?

৪১

পথিক,

ডেকো না আর, দেখাতে যেও না কিছু,

শুধু কর্মগুলো তোমার সময়ের খাতায় রেখে যাও।

৪২

পথিক,

বড় মানুষ নয়,

এমনকি দক্ষ মানুষও নয়,

বড় হৃদয়ের পাঁচজন মানুষকে একত্রিত করো।

৪৩

পথিক,

হৃদয়বানই শুধু সম্মান পাওয়ার যোগ্য।

৪৪

পথিক,

তোমার ভালবাসার মানুষটাকে

পাশে রাখতে পারো না কেন তুমি?

কেন তুমি নদী হলে না?

৪৫

পথিক,

দেহের ক্ষুধা মেটে তার রোজ,

ভালবাসার ক্ষুধা মেটে না।

এখনো তোমার পথ চেয়ে আছে সে।

৪৬

পথিক,

দুঃখবোধই কি মনুষ্যত্বের সবচেয়ে বড় পরিচয় নয়?

তোমার হৃদয় বিদীর্ণ হয় কিসে

ভেবে দেখেছ কোনোদিন?

৪৭

পথিক,

কেউ নিষ্ঠুর হয়ে জন্মাতে পারে

তুমি কি তা বিশ্বাস করো?

তুমি তাহলে কাকে সাজা দিচ্ছ?

তার সাথে তুমিও কি অপরাধী নও?

৪৮

পথিক,

আমি তোমাকে ভালবাসি,

তোমার ভালবাসা চাইও সত্যি,

তাই বলে জীবনের মহত্বর দাবীগুলো

অস্বীকার করতে পারি না যে।

৪৯

পথিক,

কোথাও গিয়ে জীবন মিলবেই,

শুধু মেলাতে চাইতে হবে।

৫০

পথিক,

ভালবাসা মানে মিলতে চাওয়া

মেলাতে চাওয়া।

৫১

পথিক,

মানুষ স্বপ্নের মধ্যে বাঁচে,

তুমি কারো স্বপ্ন ভেঙে দিও না।

৫২

পথিক,

তুমি কি মনে করো

কেউ তোমার কাছে আসার কোনো কারণ থাকতে পারে?

আমরা যতই বলি না কেন

বিমূর্ত কিছু কি মানুষ চাইতে পারে?

৫৩

পথিক,

চলতে থাকো,

নিশ্চয়ই সে একই পথে।

জীবনের পথ তো সবার একই।

৫৪

পথিক,

ভুলগুলো ভুলে যাও,

তুমি আজ যেখানে দাঁড়িয়ে

ঠিক সেখান থেকেই চলতে শেখো।

এটাই জীবন।

ভুলগুলো তোমাকে শুধু ভাঙেনি, গড়েছেও।

৫৫

পথিক,

নারীকে সময় দাও,

ওরা তোমার মত বিজলী নয়,

ওরা মেঘের মত।

৫৬

পথিক,

মানুষকে সত্যবাদী হতে বলো না।

বলো, ওরা যেন শুধু প্রতারক না হয়।

৫৭

পথিক,

তুমি পথ ছেড়ো না,

ওরা নিশ্চয়ই পালাবে।

৫৮

পথিক,

তুমি যা হারিয়েছ তার চেয়ে বেশি কি পাওনি?

তাহলে তোমার এত দুঃখ কিসের?

৫৯

পথিক,

তুমি একা শূন্য হাতে,

তবু ওরা তোমাকে চায়!

তুমি কীভাবে মানুষকে

বৈষয়ীক বলতে পারো?

শুধু হৃদয় ছাড়া তোমার আর কিছু কি আছে?

৬০

পথিক,

প্রেম খুব কঠিন জেনো

আন্তরিক সম্পর্কগুলোকে

প্রেম বলো না।

৬১

পথিক,

তুমি কি কখনো কারো প্রেমে পড়েছ সত্যি?

৬২

পথিক,

খরচ কমাও,

দেখবে কম আয় করেও তখন ভালভাবে চলা যায়।

মানুষকে ভালবাসার জন্য হাতে সময় রাখ।

৬৩

পথিক,

দুঃখ পেও না,

বিক্রেতা তোমায় ভালোবেসেছিল সত্যি,

নতুন ক্রেতা পেয়ে সে এখন ভুলেছে।

তুমিও নতুন বিক্রেতা খোঁজ, নতুবা বিক্রেতা হও।

৬৪

পথিক,

সকল মানুষের দুঃখ কষ্ট

তুমি উপলব্ধি করতে পারো, পারো না?

কী ভীষণ অসহায় মানুষ!

যদি ভালোবাসতে নাও পারো

তুমি তো তাদের

বোকার মতো ঈর্ষা করতে পারো না।

৬৫

পথিক,

তুমি তো জানো

সবাই ছুটছে শ্রেষ্ঠত্বের দিকে,

সবাই ছুটছে নির্বিচারে, মোহে;

মানুষকে গুরুত্ব দেওয়ার মতো কিছু মানুষ

সমাজে খুব দরকার।

তুমি কি তাদেরই একজন নও

যারা মানুষ চেনে?

৬৬

পথিক,

তুমি ছুটে যেতে পারো না এভাবে,

থামো, ভাবো;

লক্ষ্য থেকে বিচ্যুৎ হইও না।

৬৭

পথিক,

তুমি কি ভেবেছ

জীবন খুঁজলে মেলে এত সহজে?

সবকিছু গ্রহণ করে ধাপে ধাপে

যে মূল্যবান জীবন পেয়েছ

তা হেলায় হারিও না।

৬৮

পথিক,

জীবনে কাউকে তুমি অপরিহার্য ভাবতে পারো না।

তুমি কি জানো না

মানুষ কতটা অনির্ধারিত, কতটা সিদ্ধান্তহীন?

তুমি তাদের ভালোবাসতে পারো শুধু।

৬৯

পথিক,

তুমি কি জানো না

সফলতাটুকুই শুধু মানুষ বুঝতে পারে?

যারা শিকড় চেনে

তাদের কাছে রাখ যেকোনো মূল্যে।

এরকম একজন মানুষ খুব সহজে তুমি পাবে না।

৭০

পথিক,

মানুষের কাছে মাথা নত কর।

দুর্বৃত্ত্বকে ভালবাসলেও

গোপন রাখ।

অসভ্যকে শুধু ভয় দিয়ে জয় করতে হয়,

ভালোবাসায় সে ভোলে না।

৭১
পথিক,
মানুষের বিচার মেনে নিলে
তুমি কি টিকে থাকতে এতদিন?
ঝিনুক যদি স্রোতে ভাসত
তবে কি মুক্তা মিলত তাতে কোনোদিন?
 
৭২
পথিক,
কেন তুমি লড়াইয়ে নামতে চাও
তাদের সাথে?
তুমি তো কাউকে হারাতে চাও না।
তুমি বরং শুধু নিজেকে পরাজিত করো।
৭৩
পথিক,
নাস্তিকের অন্তর্গত ঈশ্বরকে
তুমি তো চেনো।
তুমি কি চাও না
সুন্দর-শান্তিপ্রিয়-মানবিক
সে ঈশ্বরকে মানুষ চিনুক?
৭৪
পথিক,
ওরা তোমাকে সাথে রাখতে চায়
শুধু দল ভারী করতে,
সামনে হাঁটতে গেলেই দেখতে কেমন কঁকিয়ে ওঠে।
কেন তুমি তুচ্ছ এ লড়াইয়ে নামবে
তুমি তো জানো
সাগর সে তো আকাশেও ভাসে।

 

৭৫

পথিক,

দুবৃত্তের ঘাড়ে পা রাখো গোপনে,

আমাদের এখন হাঁটতে হবে শূন্যে।

 

৭৬

পথিক,

ভুল বুঝো না,

এসব ভণিতা এখন প্রয়োজন।

 

৭৭

পথিক,

কাউকে বলো না যে আমরা মানুষ,

অমানুষের দলনেতা হতে হবে এখন। 

এটা প্রয়োজন। 

 

৭৮ 

পথিক,

অনুক্ত থাক তোমার এ জীবনে,

পোশাক পরে নাও সকলের মতো।  

 

৭৯ 

পথিক,

জেনে রেখো,

অমানুষের সব কাজ মন্দ নয়,

ওদেরকে শুধু আয়ত্বে রাখো।

 

৮০

পথিক,

সব কথা বলা যাবে না প্রকাশ্যে,

তুমি এখন চলে যাও,

মিশে যাও জনারণ্যে।  



দিব্যেন্দু দ্বীপ