আলোর দল -নীলা আক্তার

follow-upnews
0 0

কোথাও নেই কেউ আজ,

নেউ কোনো ঝড়ো হাওয়া,

ঝুমঝুম অন্ধকার চারিদিক

শুধু আমি বিত্রস্থ একা।

তক্ষক ডাকা এই নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা?
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়িয়ে দেয়
শিউলি ফুল …. মালা

অন্ধকারে এত আলো!
আলোর আকাশ নুয়ে এসে

ছোঁয় আমার কপাল-গাল,

অধর ছুঁয়ে আলোর দল

নেমে যায় অন্ধকারে গোপনে।


নীলা আক্তার 

Next Post

প্রিয়তম, আমায় ভুলিয়ে রেখ না শুধু

প্রিয়তম, যাবে আমার সাথে অনেক দূরে? অবিরত নিশ্চল হয়ে আমরা ঠিক পৌঁছে যাব লক্ষ্যে, যেখানে তুমি আমি দুজনই জয়ী। প্রিয়তম, দু’একটি রাত ছিন্ন করে তুমি কি গড়তে পারো মাত্র একটি সেসব দিন? তুমি কি নিতে পারো আমায় সাগর যেমন প্রলয় হয়ে কখনো ভাসিয়ে নিয়ে যায় বাঁচিয়ে রাখে নির্জন দ্বীপে এভাবেই হয়ত […]