”আমেরিকা যাব”

মন্ত্রী: তোমাদের বিদেশ পাঠাব, যাবে নাকি?
হুজুর: জ্বি স্যার। এই মাদ্রাসায় পড়ায়ে যে বেতন পাই তা দিয়ে তো সংসার চলে না। লোকে সম্মানও করে না।
পুরহিত: পূজা করে যা পাই তা দিয়ে এখন আর চলে না।

মন্ত্রী: কোন দেশে যাবে? ভারত, সৌদি আরব এবং আমেরিকা -একটা বেঁছে নাও।
হুজুর: আমেরিকা যাব।
পুরহিত: আমিও আমেরিকা যেতে চাই।

মন্ত্রি: ওখানে সাত সকালে পূজার ঘণ্টা বাজে না, আযানও শোনা যায় না।
পুরোহিত: সমস্যা নেই, পূজা ঘরেই করব।
হুজুর: আমিও ঘরে নামায পড়ব।

মন্ত্রী: বুঝলাম